দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দল থেকে বহিষ্কার -এমপি শাহীন চাকলাদার।
মোস্তফা কামল যশোর:- আজ সোমবার বিকালে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনের বর্ধিত সভায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৬ আসনের সংসদ সদস্য শাহিন চাকলাদার বলেন,
দলীয় সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিলেই দল থেকে তাকে বহিস্কার করা হবে।
এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন দলের সিদ্ধান্ত মানতে হবে দলের বাহিরে কোন সিদ্ধান্ত নিলে কাউকে ছাড় দেওয়া হবেনা।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল,সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান,
যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, এছাড়া নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী বলেন আমার স্বামী মরহুম নাজমুল কাজল আওয়ামীলীগের ছিলেন আমার বাবা কাকা এই আওয়ামীলীগের এমপি ছিলেন আমিও একই দলের আমার এখন আপনারা ছাড়া কেউ নেই আপনাদের সহযোগীতাই আমার বেচে থাকার সম্বল।
এসময় ব্ক্তারা আরো বলেন ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথীর পক্ষে নির্বাচন করতে এই উপজেলাতে আবস্থান করবে। নেত্রীর হাতকে আরো বেগবান করতে নৌকার বিজয় করে সকলকে ঘরে ফিরতে হবে।