পাবনাঃ পাবনার সুজানগরে ভ্যান চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সুজানগর পৌর শহরের মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার কাছে দুপুর সাড়ে ১২ টার সময়ভবানীপুর হাসপাতাল পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পৌরসভার ২ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকার বাকী বিল্লাহর ছেলে নিহত শিশু
আব্দুল্লাহ হেল সাফী (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২ টার সময় নিজ বাড়ীর সামনে থেকে শিশুটি তার মায়ের সাথে পাবনা যাওয়ার জন্য ব্যাটারি চালিত ভ্যানে উঠতে গেলে বিপরীত দিক থেকে খরবোঝাই একটি চলন্ত ব্যাটারি চালিত ভ্যান শিশুটিকে চাপা দেয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহ হেল সাফীকে মৃত ঘোষণা করেন।
শিশুটি মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।