
হিলি স্থলবন্দর প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও একই ফ্রিজে ঔষধসহ খাবার রাখার দায়ে দুটি ঔষধের দোকান মালিকের ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
- বিশ্ব মানবাধিকার দিবস আজ
- আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস।
- পাবনার বেড়ায় উন্মুক্তভাবে বিক্রি হচ্ছে কয়লা এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ব্যাপক হারে।
- চাঁপাইনবাবগঞ্জে ৫০লিটার তেলসহ ৪ জনকে আটক করে সদর থানা পুলিশ।
- নওগাঁয় অভ্যন্তরিন আমন ধান সংগ্রহ শুরু।
আজ মঙ্গলবার দুপুরে হিলির মন্ডল ফার্মেন্সী ও জাহিদ ফার্মেন্সী নামে দুইটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।
তিনি জানান,নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ হাকিমপুর উপজেলার হিলি বাজারে বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালানো হয়। এসময় মেয়াদ উত্তীর্ন ঔষধ ও একই ফ্রিজে ঔষধসহ খাবার রাখার দায়ে মন্ডল ফার্মেন্সিকে ১০ হাজার এবং শিউলী ফার্মেন্সিকে ৫ হাজার সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।