নীলফামারী প্রতিনিধিঃ- গত ২২ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ পুলিশ সুপার নীলফামারী জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভা শেষে আগস্ট ২০২০ মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয় কর্তৃক প্রদত্ত পুরস্কার অফিসারদের হাতে তুলে দেন পুলিশ সুপার, নীলফামারী মহোদয়।
- বিশ্ব মানবাধিকার দিবস আজ
- আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস।
- পাবনার বেড়ায় উন্মুক্তভাবে বিক্রি হচ্ছে কয়লা এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ব্যাপক হারে।
- চাঁপাইনবাবগঞ্জে ৫০লিটার তেলসহ ৪ জনকে আটক করে সদর থানা পুলিশ।
- নওগাঁয় অভ্যন্তরিন আমন ধান সংগ্রহ শুরু।
উল্লেখ্য ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ রংপুর রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে রংপুর রেঞ্জাধীন ০৮ টি জেলার অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়। রেঞ্জ কনফারেন্সে সম্মানিত ডিআইজি মহোদয় রংপুর রেঞ্জের সকল জেলাসমূহ অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে বিভিন্ন সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
রেঞ্জ কনফারেন্সে আগস্ট মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য নীলফামারী জেলা হতে ০৬ জন পুরস্কৃত হন।
১) শ্রেষ্ঠ সার্কেল জনাব অশোক কুমার পাল, (পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল নীলফামারী।
২) শ্রেষ্ঠ এসআই জনাব মোঃ সাইফুল ইসলাম, সদর থানা,নীলফামারী।
৩) বিশেষ পুরস্কার (ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটন)জনাব মোঃ সাহিদার রহমান, এসআই সৈয়দপুর থানা, নীলফামারী।
৪) বিশেষ পুরস্কার ( অপহরণ মামলার রহস্য উদঘাটনের জন্য) জনাব অজয় কুমার রায়, এসআই জলঢাকা থানা, নীলফামারী।
৫) বিশেষ পুরস্কার (চুরির মামলা রহস্য উদঘাটন) জনাব মোঃ আজম হোসেন প্রধান, এসআই ডোমার থানা, নীলফামারী।
৬) শ্রেষ্ঠ এএসআই জনাব মুকুল চন্দ্র বর্মন, এএসআই জলঢাকা থানা,নীলফামারী।
একই সাথে তিনি জেলা পুলিশ নীলফামারীর আগস্ট/২০২০ খ্রিস্টাব্দ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী এঁর কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় যেসব অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন তাদের নামের তালিকা প্রকাশ করা হলোঃ-
১) জনাব মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ, ডোমার থানা, নীলফামারী।
২) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা, নীলফামারী।
৩) জনাব মোঃ আব্দুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক, ডিবি, নীলফামারী।
৪) জনাব মাহমুদ-উন-নবী, পুলিশ পরিদর্শক, (তদন্ত) সদর থানা, নীলফামারী।
৫)জনাব মোঃ আব্দুর রহিম,পুলিশ পরিদর্শক, ইনচার্জ, মীরগঞ্জ তদন্ত কেন্দ্র, জলঢাকা থানা, নীলফামারী।
৬) জনাব ঠাকুর দাস রায়, এসআই, ডোমার থানা, নীলফামারী।
৭) জনাব লক্ষ্মী নারায়ণ রায়,এসআই সৈয়দপুর, নীলফামারী।
৮) জনাব মোঃ আব্দুর রউফ মণ্ডল, এসআই ডিমলা থানা, নীলফামারী।
৯) জনাব মোঃ আব্দুল জলিল, এসআই, নীলফামারী থানা, নীলফামারী।
১০) জনাব শাহারুল ইসলাম, এসআই, নীলফামারী থানা।
১১) জনাব মোঃ বরকতউল্লাহ, পুলিশ সার্জেন্ট, নীলফামারী সদর-ট্রাফিক, নীলফামারী।
১২) জনাব স্বপন কুমার রায়, এএসআই, সদর- কোর্ট, নীলফামারী।
১৩) কনস্টেবল/২৪৭ জনাব মোঃ মোকছেদ আলী, সৈয়দপুর-ট্রাফিক, নীলফামারী।