নীলফামারী প্রতিনিধিঃ- অদ্য ইং ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখ জনাব মো: মহিরউদ্দীন, সহকারী কমিশনার ভূমি, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,জলঢাকা, নীলফামারী ও জলঢাকা থানা, নীলফামারী পুলিশের নেতৃত্ব জলঢাকা পৌর বাজার এলাকার বিভিন্ন ঔষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
- বিশ্ব মানবাধিকার দিবস আজ
- আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস।
- পাবনার বেড়ায় উন্মুক্তভাবে বিক্রি হচ্ছে কয়লা এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ব্যাপক হারে।
- চাঁপাইনবাবগঞ্জে ৫০লিটার তেলসহ ৪ জনকে আটক করে সদর থানা পুলিশ।
- নওগাঁয় অভ্যন্তরিন আমন ধান সংগ্রহ শুরু।
ট্রাফিক মোড়ে লিজা ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদোওীর্ণ ঔষুধ রাখায় ভ্রাম্যমান আদালত উক্ত ফার্মেসীর মালিক মো-মজিবর রহমান (৬০),পিতা- মৃত মহিম উদ্দীন, সা-উওর কাজিরহাট,জলঢাকা, কে নগদ ৩০০০/= টাকা জরিমানা ও জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন কলেজপাড়া এলাকায় মোঃ সোহেল রানা (৩৫) পিতা- ছামাদ মাস্টার, সাং- কলেজপাড়া,জলঢাকা পৌরসভা, থানা – জলঢাকা জেলা- নীলফামারী এর বসতবাড়িতে অভিযান চালিয়ে ড্রাগ লাইসেন্স ছাড়া ঔষুধ ও ফিজিসিয়ান নমুনা নিজ বাসায় রাখা নিয়ম বর্হিভূতভাবে ঔষধ ক্রয় বিক্রয় করায় তাকে নগদ ৫০০০/- টাকা জরিমানা করা হয়।জলঢাকা থানার এসআই পলাশ অধিকারী, ঔষুধ প্রশাসন কর্মকর্তা জনাব মো: তওহিদুল ইসলাম উপস্হিত থাকিয়া মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।