পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের উপনির্বাচন উপলক্ষে ঈশ্বরদীতে প্রিসাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
রাতে ভোট হওয়ার কোন সুযোগ নেই মন্তব্য করে সিইসি বলেন, করোনা ক্রান্তিকালে গণতন্ত্রকে স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য প্রিসাইডিং কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
- বিশ্ব মানবাধিকার দিবস আজ
- আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস।
- পাবনার বেড়ায় উন্মুক্তভাবে বিক্রি হচ্ছে কয়লা এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ব্যাপক হারে।
- চাঁপাইনবাবগঞ্জে ৫০লিটার তেলসহ ৪ জনকে আটক করে সদর থানা পুলিশ।
- নওগাঁয় অভ্যন্তরিন আমন ধান সংগ্রহ শুরু।
সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানোর নতুন নিয়ম প্রসঙ্গে সিইসি বলেন, অতীতের নানা রকম অভিযোগ থেকে পরিত্রাণের জন্যই এ ব্যবস্থা। প্রত্যেক প্রার্থীর জন্য সমান অধিকার নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবীর, সিনিয়র সচিব ফরহাদ আহম্মেদ খানসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।