চাঁচকৈড় ভ্যান চুরি অতঃপর গুরুদাসপুর থানা পুলিশের সহায়তায় উদ্ধার।

পিন্টু স্যার,নাটোর প্রতিনিধি:-
প্রকাশ ২৭/০৯/২০২০
সময় ৮.১৪ pm
নাটোরের চাঁচকৈড় বাজারে পুরানপাড়ার ভ্যান চালক জাহিদ তার ব্যাটারি চালিত ভ্যানটি গিয়াসের মোড়ে রেখে মাল নেওয়ার জন্য ঢুকেছিলেন পাট ব্যবসায়ী শহীদের পাট গোডাউনে।
মিনিট পাঁচেক পরে বাহির হয়ে দেখেন ভ্যান নেই। গরীব বেচারা এদিক সেদিক খোজাখুজি করে না পেয়ে অত্র ওয়ার্ড কাউন্সিলর শফি মল্লিক কে জানান ।তিনি জাহিদ কে আশ্বস্ত করেন এবং জানান চিন্তা নাই চাঁচকৈড় বাজারে সিসি ক্যামেরা আছে, ভ্যান পাওয়া যাবে।
রাতে ভুক্তভোগী ভ্যান চালককে নিয়ে থানায় আসেন কাউন্সিলর কিন্তু বিদুৎ নাথাকায় তাতক্ষনিক ব্যাবস্থা না নিলেও। গতকাল ২৬/৯/২০২০ খ্রীঃ টিম গুরুদাসপুর সিসি ক্যামেরার সাহায্যে চোর অাশিক(২০) পিতা মোঃ আরশেদ আলী সাং খলিফাপাড়া থানা গুরুদাসপুর জেলা নাটোর কে সনাক্ত করে গ্রেফতার করে।
- বিশ্ব মানবাধিকার দিবস আজ
- আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস।
- পাবনার বেড়ায় উন্মুক্তভাবে বিক্রি হচ্ছে কয়লা এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ব্যাপক হারে।
- চাঁপাইনবাবগঞ্জে ৫০লিটার তেলসহ ৪ জনকে আটক করে সদর থানা পুলিশ।
- নওগাঁয় অভ্যন্তরিন আমন ধান সংগ্রহ শুরু।
আটককৃত ভ্যান চোরকে জিজ্ঞাসাবাদ শেষে ভ্যানটি বিন্যাবাড়ী থেকে এবং ব্যাটারী কুমারখালি থেকে উদ্ধার করে।এবং চুরির মামলা রুজু সাপেক্ষে অাজ বিজ্ঞ আদালতে আসামীকে চালান প্রদান করা হয়েছে।
উল্ল্যেখ থাকে যে ইতি মধ্যেই পৌরশহর চাঁচকৈড়ে মানুষের জান মালের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসিয়ে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে