নাটোরে পর্যটন দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
পিন্টু স্যার,নাটোর প্রতিনিধি:-
প্রকাশ ২৮/০৯/২০২০
সময় ১১.৩৫ am
নাটোরে বিশ্ব পর্যটন দিবস-২০২০ পালিত হয়েছে।
জেলা প্রশাসন নাটোরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
নাটোরের জেলা প্রশাসক মো. শহারিয়াজের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য রত্না আহমেদ।
- বিশ্ব মানবাধিকার দিবস আজ
- আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস।
- পাবনার বেড়ায় উন্মুক্তভাবে বিক্রি হচ্ছে কয়লা এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ব্যাপক হারে।
- চাঁপাইনবাবগঞ্জে ৫০লিটার তেলসহ ৪ জনকে আটক করে সদর থানা পুলিশ।
- নওগাঁয় অভ্যন্তরিন আমন ধান সংগ্রহ শুরু।
এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জোবায়ের, জজকোর্টের পিপি সিরাজুল ইসলাম,নিবার্হী প্রকৌশলী গণপূর্ত বিভাগ জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।