শিবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আজ ২৮ সেপ্টেম্বর, ২০২০ তারিখ উপজেলা প্রশাসন, শিবগঞ্জ এর আয়োজনে ও তথ্য কমিশন, ঢাকা’র সহযোগিতায়- উপজেলা পরিষদ সভাকক্ষে “সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ জনাব মো: সাকিব-আল-রাব্বি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ নজরুল ইসলাম চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শিবগঞ্জ।




এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; সাবেক মুক্তিযোদ্ধা কম্যান্ডার, শিবগঞ্জ; গন্যমান্য ব্যক্তিবর্গ-সহ অন্যান্যরা।
উল্লেখ্য যে, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং পৌর/ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সকল উদ্যোক্তাবৃন্দ অনলাইন জুম (ZOOM) এর মাধ্যমে সভায় সংযুক্ত হয়।