ঈশ্বরদীতে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান : ২৩ হাজার টাকা জরিমানা আদায়।
মোঃ রেজাউল করিম বাবু ভ্রাম্যমাণ প্রতিনিধি পাবনাঃ-
ঈশ্বরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদীর আইকে রোডের শিমুলতলা ও বড়ইচারা বাজারে এ অভিযান চলে। ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক পাবনা জেলা সহকারী পরিচালক আব্দুস সালাম এ অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাজার মনিটরিং টিমের হয়ে অভিযান পরিচালনা কাজে সহযোগীতা করেন ঈশ্বরদী উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান খোকন।
ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে জয়নগর শিমুলতলা বাজারের ৩টি প্রতিষ্ঠানকে এবং বড়ইচারা বাজারে ১টিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় শিমুলতলা বাজারের পণ্য মেলাকে ৮ হাজার, বন্ধন ফার্মেসিকে ৮ হাজার, মোল্লা ফার্মেসিকে ৫ হাজার এবং বড়ইচারা মায়ের দোয়া দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ৪ টি দোকানেই ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয়ের অভিযোগে এ জরিমানা করা হয় বলে অভিযান পরিচালনা টিম জানায়।
অভিযানের সময় দোকানীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন ও শারীরিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করতে নির্দেশনাও দেওয়া হয়। ঈশ্বরদী থানা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন।এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, জনস্বার্থে বাজার এলাকায় অভিযান অব্যাহত থাকবে। অতিশীঘ্রই আরও অভিযান পরিচালিত হবে বলে তিনি জানান।