নাটোরে ২১ হতদরিদ্র নারী পেলে সেলাই মেশিন।
পিন্টু স্যার,নাটোর প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় দরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
- বিশ্ব মানবাধিকার দিবস আজ
- আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস।
- পাবনার বেড়ায় উন্মুক্তভাবে বিক্রি হচ্ছে কয়লা এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ব্যাপক হারে।
- চাঁপাইনবাবগঞ্জে ৫০লিটার তেলসহ ৪ জনকে আটক করে সদর থানা পুলিশ।
- নওগাঁয় অভ্যন্তরিন আমন ধান সংগ্রহ শুরু।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার বক্তব্য রাখেন।
পরে অতিথিরা উপজেলার ২১ জন হতদরিদ্র মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন।