নাটোরে বন্যার্ত ২৫০ পরিবারকে জেলা প্রশাসকের খাদ্য সহায়তা।
পিন্টু স্যার,নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়ায় তাৎক্ষণিকভাবে বন্যা কবলিত ২৫০ পরিবারের মাঝে নগদ ২০০ টাকা এবং ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সিংড়া দমদমা বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও ৫ নং ওয়ার্ডের বন্যার্তদের মাঝে এসব সামগ্রী বিতরন করেন নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
- বিশ্ব মানবাধিকার দিবস আজ
- আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস।
- পাবনার বেড়ায় উন্মুক্তভাবে বিক্রি হচ্ছে কয়লা এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ব্যাপক হারে।
- চাঁপাইনবাবগঞ্জে ৫০লিটার তেলসহ ৪ জনকে আটক করে সদর থানা পুলিশ।
- নওগাঁয় অভ্যন্তরিন আমন ধান সংগ্রহ শুরু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, পিআইও আল আমিন সরকার, পৌর সচিব আব্দুল মতিন, ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, ‘আজকে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ২৫০ পরিবারের মাঝে নগদ ২০০ টাকা এবং ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। খাদ্য সহায়তা আরও বাড়ানো হবে।’