পাবনায় কৃষকের মৃত্যু বজ্রপাতে।
মোঃ রেজাউল করিম বাবু পাবনা প্রতিনিধিঃ-
পাবনার আটঘরিয়ায় বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মাঠে কাজ করার সময় বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আব্দুর রাজ্জাক আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের বাউখোলা গ্রামের মৃত ময়দান আলীর ছেলে।
চাঁদভা ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত রাজ্জাক বাউখোলা মাঠে কাজ করছিল এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।