

মোস্তফা৷ কামাল যশোর ঃ বাঘারপাড়ায় আক্তারুজ্জামান (৩৪) নামে এক পল্লী চিকিৎসককে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ওই পল্লী চিকিৎসকের ভাই বাদী হয়ে বাঘারপাড়া থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া মোড় নামক স্থানে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের মঈন উদ্দিনের পুত্র পল্লী চিকিৎসক আক্তারুজ্জামান এর সাথে একই গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র রিপন ও গোলাম নবীর পুত্র এয়াকুব্বর হোসেনের সাথে জমি-জমা বিক্রি নিয়ে সম্প্রতি বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় পল্লী চিকিৎকের ঔষধের দোকানে যেয়ে রিপন ও এয়াকুব্বর চিকিৎসক আক্তারুজ্জামানকে মারপিট করে গুরুতর আহত করে, এসময় আক্রমনকারীরা ভাঙচুর চালিয়ে প্রয়োজনীয় ঔষধ সহ বিভিন্ন জিনিসপত্র বিনিষ্ঠ করে।
পরে স্থানীয় লোকজন আক্তারুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । এ ঘটনায় আক্তরুজ্জামানের ভাই বাবলুর রহমান বাদী হয়ে দুই জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
ঘটনার বিষয় জানতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুনের সাথে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।