
পাবনায় বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু।
মোঃ রেজাউল করিম বাবু, পাবনা জেলা প্রতিনিধিঃ-
পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানা যায়, গতকাল বুধবার (৭ অক্টোবর) বেলা দেড়টার দিকে মেইন সুইজ বন্ধ রেখে সে ও তার বাবা ইলেকট্রিক্যাল মিস্ত্রির সাথে কাজ করছিল । হঠাৎ করে তার এক ছোট ভাগ্নে টিভি দেখার জন্য মেইন সুইজ অন করে দিলে বিদ্যুতের তারে তিনজনই আটকে গেলে দুইজন ছিটকে পড়ে যায় এবং আবদুল্লাহ আটকে থাকে।
বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত উদ্ধার করে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।