
গ্রামের সেই মাটির ঘর।
মিলন মাহমুদ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:-
গ্রাম-বাংলার এক প্রকৃত দৃশ্য। যদিও এই আমলে এমন মাটির ঘরের দৃশ্য বড়ই দুষ্পাপ্য ব্যাপার। কিন্তু এটিই এক বাস্তব। এগুলো এখন এক ইতিহাস।
গ্রামের মানুষ ও তাদের জীবন-যাত্রা একেবারেই অন্যরকম এক বাস্তবতা। মাটির ঘরে বসবাস করা এসব মানুষগুলো বড়ই কষ্টের মধ্যে দিন অতিবাহিত করে। গ্রামের এমন একটি সুন্দর ছবির জন্য এর আলোকচিত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।