
গুরুদাসপুরে বাল্যবিয়েতে কাজীর জেল, বরের জরিমানা।
মিলন মাহমুদ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:- নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে করায় বরকে দশ হাজার টাকা জরিমানাসহ ওই বিয়ে সম্পাদনকারী কাজীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, উপজেলার চাঁচকৈড় গারিষাপাড়ায় জাকিয়া সুলতানার (১৫) সাথে সুরুজ (২২) নামের যুবকের সাথে বাল্যবিয়ে হয়। বুধবার (৭অক্টোবর) সেই বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় কনের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি এমন তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল। তিনি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের সত্যতা পায়
এরপর বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী বর সুরুজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত সংসার করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।
একই সাথে সেই বিবাহ সম্পাদন করার অপরাধে গুরুদাসপুর পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের কাজী মো. আনোয়ার পারভেজকে (এনামুল কাজী) ৬ মাসের কারাদণ্ড প্রদানের রায় দেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল জানান, মোবাইল কোর্ট পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন গুরুদাসপুর থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।