পাবনার ভাঙ্গুড়ায় নির্বাচনী অফিস ভাঙচুর।
মোঃ রেজাউল করিম বাবু, পাবনা জেলা প্রতিনিধিঃ-
শরিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নৌকা প্রতীকের মোঃ বেলাল হোসেন খানের চড়ভাঙ্গুড়া এলাকার নির্বাচনী ক্যাম্প ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম ফারুক টুকন এর নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনা ঘটেছে।
ভাঙ্গুড়া থানায় গোলাম ফারুক টুকন এ ব্যপারে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছেন।বর্তমানে এলাকাতে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, পাবনার ভাঙ্গুড়ায় আগামী ২০ তারিখের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারনা জমে উঠেছে। ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন প্রার্থী সবাই মাঠে নিজ নিজ সমর্থনের জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী নৌকা প্রতীকের মোঃ বেলাল হোসেন খাঁন ও ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক টুকন এর সাথে প্রাধান লড়াই হবে।
এদিকে চরভাঙ্গুড়া এলাকায় আওয়ামীলীগ সমর্থিত মোঃ বেলাল হোসেন খাঁনের নিজ এলাকাতে নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনা ঘটেছে। যদিও মোঃ বেলাল হোসেন খাঁন নির্বাচনী ক্যাম্প ভাঙ্গার সাথে জড়িত কারা সে বিষয়ে কারো নাম উল্লেখ করেননি।
অপর দিকে স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম ফারুক টুকন চরভাঙ্গুড়া এলাকার নির্বাচনী ক্যাম্প ভাংচুরের জন্য নৌকার প্রার্থী মোঃ বেলাল হোসেন খাঁন ও তার সমর্থকদের দায়ী করেছেন।
অভিযোগের বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।