পাবনার সুজানগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।
মোঃ রেজাউল করিম বাবু, পাবনা জেলা প্রতিনিধিঃ-
পাবনার সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়নের গাজনার বিলের শারীরভিটা এলাকা থেকে প্রায় ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) সকালে মরদেহটি গাজনার বিলের আরসিসি রাস্তার পাশে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পাবনা আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোজ্জামেল হক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
- পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।