
সাহিত্য বিলাস কতৃক আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।
সাকিব হোসেন নওগাঁ প্রতিনিধি।
সাহিত্য বিলাস কতৃক আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানটি (বুধবার) সকাল ১১ঃ৩০ মিনিটে সাপাহার মডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইশতিয়াক হক জয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির হায়দার স্যার, মেহেদী হাসান (CSE, RUET), আনিস আলমগীর মন্ডল।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে পাঠ করেন আনিস আলমগীর মন্ডল হুজুর। এর পর সাহিত্য বিলাসের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্য বিলাসের সদস্য ইশরাক ইকবাল। পরের ধাপে অতিথি দের ব্যাচ পরিধান করান সাহিত্য বিলাসের সদস্য নাদীম শামিম, সাফেইন সিয়াম ও তৌফিক হাসান। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন উম্মে সাদিয়া সালমা।
এরপর অতিথিরা একে একে তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং সর্বশেষে সাহিত্য বিলাসের সদস্য মারুফ আহাম্মেদ রৌদ্র অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন।
পরের ধাপে চলে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনী পর্ব।
উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের নাম
১ম- সিদরাতুল মোন্তাহা সিক্ত, ২য়- শামিমা জাহান, ৩য়- শিবু পাল, ৪র্থ- রিফা তাসফিয়া তায়েবা, ৫ম- উম্মে সালমা সাদিয়া ও টপ কন্ট্রিবিউটারঃ-নুসরাত জাহান লিপি।