লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লায় লাকসাম নরপাটি ইউনিয়নের যুগীপাড়া গ্রামে বুধবার (১৪ অক্টোবার)এক গৃহবধূ মানসীক প্রতিবন্ধি মেয়েকে রুমের রেখে রান্না ঘরে গিয়ে গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনদের দাবী৷
জানা যায়, যুগীপাড়া গ্রামের রাজমিস্ত্রী লোকমানের স্ত্রী রেনু বেগম (৫৫) দুপুর আড়াইটায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় তার বাসুরের ছেলে খলিল মিয়৷ এ সময় তার চিৎকার শুনে আসে-পাশের লোকজন এসে রেনু বেগমকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দেখেন সে মারা গেছে৷
স্বজনদের দাবী, দিনের বেলায় ঘরে রেনু বেগম ও তার প্রতিবন্ধি মেয়ে ছাড়া আর কেউ ছিলোনা৷
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল মান্নান বলেন, লোক মুখে শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে সাথে সাথে পুলিশকে জানালে পুলিশ আসে এবং পরবর্তি আইনি পদক্ষেপ গ্রহন করবেন৷
লাকসাম থানা ওসি নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৭টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে৷ময়না তদন্তের জন্য কুমিল্লা পাঠানো হবে৷ এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে৷