
চট্টগ্রামের পতেঙ্গা এলাকার তরমুজ ক্ষেত এখন সবজি ক্ষেতে পরিণত।
মোঃ সিরাজুল মনির, ব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ:-
“গইয়্যাম মজা পটিয়ার” ” তরমুজ ভালা পতেঙ্গার’ ল্যাইল্যার হাটর বরহানি’ কি মজা জিনিজ চট্টগ্রামের এ আঞ্চলিক গানের অংশের পতেঙ্গা এলাকায় উৎপাদিত সুস্বাদু তরমুজ নিয়ে এই গানের পংক্তি এখনো মানুষের মুখে মুখে ফেরে। কিন্তু বদলে গেছে চাষাবাদের ধরণ। তরমুজের রাজ্য এখন দখল করে নিয়েছে টমেটো। ২০-২৫ কিলোমিটার এলাকা জুড়ে হচ্ছে টমেটোসহ সবজি চাষ।
সরেজমিন দেখা যায়, বঙ্গোপসাগরের কূলঘেঁষে বয়ে গেছে আউটার রিং রোড। শহর রক্ষা বাঁধ হিসেবে পরিচিত ছিল এটি। রিং রোডের গা ঘেঁষে থরো থরোভাবে বিশাল এলাকাজুড়ে শোভা পাচ্ছে সবজি চাষাবাদ। বিশেষ করে টমেটোর চাষ বেশি করা হয়। রংপুর এর কাউনিয়া উপজেলা এলাকার চাষি এমদাদুল হক ২০ বছর ধরে এখানে চাষাবাদ করে আসছেন। তার সঙ্গে কথা হয় উত্তর-মধ্যম হালিশহর এলাকায়। তিনি বলেন, সবজি মৌসুম শুরু হওয়ার আগে চলে আসেন। এবার ভাতিজা সম্পর্কিত নাজমুল হোসেনকেও সঙ্গে নিয়ে এসেছেন। এ অঞ্চলের সবজি চট্টগ্রাম শহরের প্রায় বাজারগুলোতে সরবরাহ করে সে।
তবে স্থানীয় চাষিদের দাবি, পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত প্রায় ২০-২৫ কিলোমিটার এলাকায় অন্তত ৩-৪ হাজার একর জমিতে সবজি চাষাবাদ করা হয়। এরসঙ্গে যুক্ত রয়েছেন অন্তত ১০-১২ হাজার কৃষক।