
পাবনাঃ- পাবনার বেড়া উপজেলায় নদীর স্রোতের টানে পানিতে ডুবে হৃদয় হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার সময় পাবনা বেড়া উপজেলার চাকলা গ্রামের কাগেশ্বরী নদীতে মাছ ধরার সময় এঘটনা ঘটে। হৃদয় চাকলা পূর্বপাড়া গ্রামের মোঃ আলম ব্যাপারীর ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার সকাল দশটার দিকে হৃদয় বাড়ির পাশে কাগেশ্বরী নদীতে টেটা দিয়ে মাছ ধরতে যায়। এ সময় নদী পার হতে গিয়ে স্রোতের টানে মাঝ নদীতে সে ডুবে যায়।
খবর পেয়ে স্বজনেরা ও এলাকাবাসী ঘন্টা দেড়েক খোঁজাখুঁজি করে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে।
পরে বেড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৃদয় এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল। তবে এখনও কোথাও ভর্তি হয়নি বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
এলাকাবাসী জানায়, নদীতে স্রোত ও কচুরিপানা থাকায় সাঁতার জানা সত্বেও হৃদয় নদীতে ডুবে যায়। এই একই কারণে তাকে উদ্ধার করতেও দেরি হয়।