
পাবনাঃ- বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ছয়টার সময় পাবনা সদর উপজেলার চরতারাপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে আব্দুস শুকুর নামে একজন নিখোঁজ হয়েছেন।
নৌকাডুবির ঘটনা নিশ্চিত করে চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল হক টুটুল জানান, পদ্মা নদীর চরে পেয়াজ লাগানোর শ্রমিক সহ অন্যরা কাজ শেষে বাহিরচর থেকে ছোট নৌকাযোগে নদীর অপর পাড়ের কোলচুরি গ্রামে ফিরছিল। মাঝ নদীতে নৌকাটি উল্টে যায়। এসময় নৌকার অন্যযাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাদুল্লাপুর গ্রামের আব্দুস শুকুরের কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি স্থানীয়রা। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন।
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অনুসন্ধানের জন্য ডুবুরীদলকে খবর দেয়া হয়েছে।
রাজশাহী থেকে ডুবুরী দল এলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে অনুসন্ধান শুরু করা হবে।