
পাবনাঃ- পাবনার ঈশ্বরদীর রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকির চীফ ইন্সপেক্টরের নেতৃত্বে ভিজিল্যান্স টিম এর বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃনগর “বনলতা” ট্রেনের পাওয়ার কারের ইঞ্জিন হইতে পাচারকালে ১২০ লিটার রেলওয়ের ডিজেল তেল সহ ১জনকে আটক করেছে ।
জানা যায়, বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬:৩০ টপটায় এক বিশেষ অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর থানার সিয়ামগাড়ি গ্রামের মোহাম্মদ আরফান আলীর ছেলে মোঃ আঃ হাকিমকে ১২০ লিটার তেল সহ ডহর শৈলা রেলগেইট থেকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা চৌকি সুত্রে জানা যায়, এই অভিযানে নেতৃত্ব দেন মোঃ ফিরোজ আহমেদ চীফ ইন্সপেক্টর, অস্ত্র শাখার সাব-ইন্সপেক্টর ওবায়দুর রহমান ও রেলওয়ের গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান সহ সঙ্গীয় ফোর্স ।
এ ব্যাপারে নিরাপত্তা বাহিনী চৌকিতে একটি মামলার লিপিবদ্ধ হয়েছে বলে অফিস সুত্র থেকে জানা যায়।