
পাবনাঃ- পাবনার ঈশ্বরদীতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
পাবনার ঈশ্বরদীর গোকুলনগর থেকে মদসহ তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের এসআই নাসির, এএসআই ওয়াসিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নাটোর জেলার লালপুর উপজেলা মধুবাড়ী গ্রামের মৃত নবির উদ্দিন মন্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম (৪৩) এবং চন্ডিগাছা গ্রামের মৃত শফি মোল্লার ছেলে মোঃ জাহেদ আলী (৪১) কে গ্রেফতার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, আমি যতদিন ঈশ্বরদীতে আছে ততদিন চেষ্টা করে যাবো ঈশ্বরদী থেকে মাদক নির্মূল করার। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের পাবনা আদালতে সোপর্দ করা হবে।