
আজ “পি টি আই বস্তি তে সচেতন মূলক বার্তা পোঁছে দিলো বিডি ক্লিন।

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে স্বেচ্ছাসেবি সংগঠন “বিডি ক্লিন”। “পরিচ্ছন্নতা শুরু হোক নিজের ঘর ও আঙিনা থেকে” – এই স্লোগান বুকে ধারণ করে পরিচ্ছন্ন দেশ গড়তে কাজ করে যাচ্ছেন “বিডি ক্লিন” এর তরুণ সদস্যরা। দেশের বিভিন্ন রাস্তাঘাট, রেলস্টেশন, শিক্ষাপ্রতিষ্ঠান, শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, হাট বাজার, বিনোদন পার্ক সবখানেই তারা পরিষ্কার করছে এবং তার পাশা পাশী সচেতন মূলক বার্তা পোঁছে দিচ্ছেে সবার কাছে।




এ সময় উপস্থিত ছিলেন, বিডিক্লিনের চাঁপাইনবাবগঞ্জ জেলা জেলা সমন্বয়ক মো. ওয়ালিদ হাসান, সহ-জেলা সমন্বয়ক মো. নাজিউর রহমান, মোনেটর নিরসা ইসলাম মেঘলা, মোমিনুল ইসলাম, রাহাত মাহমুদ, ইফতেখার কমল,সিহাব সারওয়ার, প্রান কুমার রায়সহ অন্য সদস্যবৃন্দ।
দেশকে ভালবেসে শহর পরিষ্কার রাখার প্রত্ত্বয় নিয়ে বিডি ক্লিন এর তরুণ তরুণী নিঃস্বার্থ ভাবে কাজ করে চলেছে আজ পি টি আই এলাকায় আমার সাথে এরা সত্যিই প্রসংসার দাবিদার । আমি গর্বিত এসব সোনার বাংলার সোনার টুকরো ভাই–বোন দের নিয়ে। আমরা নিজেরাও নিজ নিজ অবস্থানে পরিষ্কার রাখব ও অন্যকেও পরিষ্কার রাখতে সহায়তা করব। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংঙ্গ…
বরাবরের মত বিডিক্লিন মানবিক ও মানুষকে সচেতন করতে প্রত্যেকটি সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। বিডি ক্লিনের নিজস্ব ফেসবুক পেজও রয়েছে। তাদের এ কার্যক্রমকে সমাজের সূধী মহল স্বাধুবাদ জানিয়েছেন।