পাবনাঃ- পাবনা সাঁথিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনগত রাতে সাঁথিয়ার এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সাঁথিয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, পাবনা সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোঃ আক্কাস আলী। সে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা, চুরি ও ডাকাতি করে আসছিল। সে এলাকার বিষ্ণুপুর রেললাইন, পাগলা মৎসজীবীপাড়া, হাসানপুর সুইচ গেইটসহ বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করে আসছিল।
এলাকাবাসী আরো জানায়, আক্কাস আলীর ছেলে প্রকাশ মোবাইল লিংক এর মাধ্যমে বিভিন্ন এলাকার কিশোর ছেলেদের মাঝে ইয়াবা বিক্রি করে। কেউ বিরোধীতা করতে গেলে আক্কাস আলী, তার ছেলে ও ছেলের সহযোগীরা মারপিঠসহ বিরোধীকারীদের বিভিন্ন ক্ষতি করে থাকে।
এলাকায় ভ্যান, গহনা, গরু, মোবাইল ও আসবারপত্র চুরিসহ বিভিন্ন অপর্কমের অভিযোগ তার বিরুদ্ধে আছে।
আক্কাস আলীর গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে এলাকার মানুষ মনে করে।