
পাবনাঃ- পাবনার সুজানগরে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ছয় জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জানা যায়, পাবনার সুজানগর উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী এ আদেশ প্রদান করেন।
আরো জানা যায়, পাবনার সুজানগরের বসির, হারুন, রুবেল ও দিলু শেখ এবং অন্য জেলার মৎস্য শিকারীদের মধ্যে কুষ্টিয়া জেলার ফাহিম চৌধুরী, নড়াইল জেলার মিঠুকে ভ্রাম্যমাণ আদালতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তাদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।