
পাবনাঃ- পাবনার চাটমোহরের গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে জলাবদ্ধতায় প্রায় ৩০ বিঘা জমি অনাবাদী থাকার আশংকা দেখা দিয়েছে।
জানা যায়, ওই এলাকায় জলাবদ্ধতা নিরসনে সরকারী রাস্তার উপর দীর্ঘ দিন পূর্বে নির্মিত একটি কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে ফেলেছেন চরপাড়া গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে মজিবর মোল্লা।
পাশাপাশি পানি নিষ্কাশিত হতে না পারায় ইতিমধ্যেই অনেক ফলদ ও বনজ বৃক্ষ মারা গেছে। আরো গাছ মারা যাওয়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে জলাবদ্ধতা নিরসনে ভূক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন।
লিখিত আবেদন সূত্রে জানা যায়, গুনাইগাছা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অধীনে চরপাড়া গ্রামের একটি এলাকার জলাবদ্ধতা নিরসনে সরকার দীর্ঘ দিন পূর্বে একটি কালভার্ট স্থাপন করে। এ কালভার্ট দিয়ে অন্যান্য বছরে যথারীতি পানি নিষ্কাশিত হতো। আবাদ হতো ফসল। কিন্তু কিছু দিন পূর্বে ব্যক্তি স্বার্থে মজিবর মোল্লা কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে। ফলে অত্র এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কয়েকটি বাড়ির মানুষ পানি বন্দী হয় পাশাপাশি অনেকের বাগানের গাছ মরে যেতে থাকে।
ভুক্তভোগীদের দাবি, কালভার্টের মুখ খুলে দেয়া এবং প্রায় ৩০ বিঘা জমি অনাবাদী থেকে রক্ষা করা।