
পাবনাঃ- বৃ্হস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পাবনা আটঘরিয়া উপজেলা অডিটোরিয়ামে নাগরিক সমাজ শক্তিশালী করণের মাধ্যমে নারীর অধিকার সুরক্ষা প্রতিষ্ঠায় মানবাধিকার ও নারীর অধিকার শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আর্থিক ও কারিগরি সহযোগিতায় ইউরোপীয়ান ইউনিয়ন নেটজ বাংলাদেশ এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ বাস্তবায়ন এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা নাগরিক জোটের সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফুয়ারা খাতুন।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন, সহকারী শিক্ষক মোর্শেদ খান, আশিকুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুল কাদের।