ভোলাহাটে গাজাসহ ১ জন গ্রেফতার।
চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলায় গাজাসহ ১ জনকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ।
গতকাল (৩০ অক্টোবর ২০২০) শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের শিকারী গ্রাম থেকে আনারুলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ১ কেজি গাজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, ভোলাহাট উপজেলার পুরাতন হাসপুকুর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে এরফান আলী (৩৮)৷ ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, এক কেজি গাজা তার হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ভোলাহাট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।