
চট্টগ্রাম মহানগরীর নাছিরাবাদ এলাকার আকাশজুড়ে কালো মেঘের ভেলা ভাসে। তবে সবসময় প্রকৃতিসৃষ্ট মেঘ থাকে তা নয়, ওখানকার স্টিল মিলগুলোর ধোঁয়ার কুণ্ডলিতে আকাশে মেঘের সৃষ্টি হয়। অনেক সময় একটি কারখানার ধোঁয়ায় আশেপাশের অন্যান্য প্রতিষ্ঠানগুলোও ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ উঠেছে, এখানকার অনেক স্টিল কারখানায় বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসি) থাকলেও খরচ বাঁচাতে বেশিরভাগ সময়ে অনেকে বন্ধ রেখে খোলা আকাশে অপরিশোধিত কালো ধোঁয়া ছেড়ে দেওয়া হয়। শুক্রবার সরেজমিন নাছিরাবাদ শিল্প এলাকায় গিয়ে দেখা গেছে, রুবি গেইট সংলগ্ন সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। চুল্লির পাশাপাশি উন্মুক্তভাবেও ধোঁয়া ছড়িয়ে পড়ছে নাছিরাবাদের আকাশে। শুধু সালেহ স্টিল নয়, শিল্প এলাকাটির আরো বেশ কয়েকটি স্টিল মিল থেকে কালো ধোঁয়া নির্গত হয়ে পরিবেশকে মারাত্মকভাবে দূষণ করে চলেছে। পরিবেশ দূষণ করার অভিযোগ উঠার কারণে স্টিল মিলগুলোর বিরুদ্ধে নানা সময়ে জরিমানাও করেছে পরিবেশ অধিদপ্তর। অনেক প্রতিষ্ঠান জরিমানা আদেশের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে আপিলে হেরে গিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন ইতোমধ্যে।
সালেহ স্টিলের পাশের একটি মিক্সার প্লান্টে কথা হয়, প্লান্ট অপারেটর স্বরজিতের সাথে। তিনি বলেন, ‘কী সকাল, কী বিকেল কালো ধোঁয়ার কারণে এখানে কাজ করা যায় না। সালেহ স্টিলের কালো ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। আমাদের অফিসগুলো কালো আস্তরণ জমে যায়।
পার্শ্ববর্তী আরেকটি প্রতিষ্ঠানের কর্মকর্তা খায়রুল আমীন বলেন, ‘কালো ধোঁয়ার কারণে অনেক সময় নিঃশ্বাসে কষ্ট হয়। ধোঁয়াতে বিদঘুটে গন্ধ অনুভূত হয়। এখানে পাশে একটি স্কুলও রয়েছে। করোনাকালের কারণে স্কুল বন্ধ রয়েছে। তবে খোলা থাকলে ধোঁয়ার দূষণের শিকার হতে হয় সবাইকে। প্রতিনিয়ত কালো ধোঁয়া বের হলেও কারখানাগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা হয় না।