
চট্টগ্রামের সাংবাদিক সরওয়ার সীতাকুন্ডতে আহত অবস্থায় উদ্ধার।
মোঃ সিরাজুল মনির, চট্টগ্রাম:-
গত চারদিন আগে নিখোঁজ হওয়া চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ার কে গতকাল রাত আটটার দিকে জেলা সীতাকুন্ড এলাকায় কুমিরা সেতুর নিচে থেকে উদ্ধার করছে স্হানীয় জনসাধারন। বর্তমানে তাকে স্হানীয় হাসপাতালে মূমূর্ষ অবস্হায় ভর্তি করা হয়েছে।
স্থানীয় কুতুবউদ্দিন নামের একজন জানায় রাত আটটার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা সেতু এলাকার নীচে হাটার সময় আহত এবং অজ্ঞান অবস্হায় একজনকে পড়ে থাকতে দেখে সীতাকুণ্ড থানায় খবর দেয়। এলাকাবাসী সাংবাদিক গোলাম সরওয়ার নিশ্চিত হয়ে তাকে স্হানীয় হাসপাতালে ভর্তি করে।