
কালীগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে অর্থদন্ড প্রদান।
আব্বাস আলী, ঝিনাইদহ:-
ঝিনাইদহ কালীগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে অর্থদন্ড প্রদান করা হয়।
আজ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সূবর্ণা রাণী সাহা কর্তৃক অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৩টি প্রতিষ্ঠানকে ১৬০০০/- টাকা অর্থদন্ড প্রদান এবং ট্রেড লাইসেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর আওতায় ০১টি প্রতিষ্ঠানকে ৫০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এসময় ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব মোঃ আতিকুজ্জামান এবং কালীগঞ্জ থানার পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করেন।