হরিণাকুন্ডুতে কলেজ ছাত্রের আত্মহত্যা।
আব্বাস আলী। ঝিনাইদহ:-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাসুদ রানা মুন্না (১৭) নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার মহারাজপুর গ্রামেরt পল্লী চিকিৎসক মোহন মিয়ার ছেলে।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে ওই গ্রামের নিজ ঘরের বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না উপজেলার সরকারি লালনশাহ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন মঙ্গলবার সকালে মাঠের পানবোরজে কাজ করতে যাওয়া নিয়ে ওই শিক্ষার্থীকে তার মা বকাঝঁকা করেন বলে জানা যায়। পরে সে সবার অগোচরে নিজ ঘরের বৈদ্যুতিক ফ্যানের সাথে গলাই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।