RAB এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি

0
32

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসান মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি যেন আমার ওপর অর্পিত নতুন দায়িত্ব পালন করতে পারি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

উল্লেখ্য, ২৭তম বিসিএসের মাধ্যমে সারোয়ার আলম যোগ দেন প্রশাসনে। তিনি ২০১৫ সাল থেকে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের সময় সাহসী ভূমিকা রাখেন। এছাড়াও অনেক অনিয়ম প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সারোয়ার আলম।

Leave a Reply