
- এম এচ এইচ শাহাদত হোসেন,ভাম্যমান প্রতিনিধি :-
- প্রকাশঃ ১৩/০৯/২০২০ সময়ঃ ০৩.১০ pm
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হতে শিকাদারি প্রধান রাস্তার বেহাল দশা।
রাস্তার একটু পরপর বড় বড় গর্ত ও খানাখন্দ যেন সাক্ষাৎ মৃত্যুকূপ।প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, মাত্র ২ বছর আগে নির্মান করা সড়কটি এখন চলাচলের প্রায় অযোগ্য।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধিনে প্রায় ১০ কিলোমিটার সড়কের সংস্কারও নেই দীর্ঘদিন।
এদিকে দ্রুত সংস্কারের পাশাপাশি উপজেলার প্রধান সড়কপথ এলজিইডি থেকে সড়ক বিভাগে অধীনে নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
- বিশ্ব মানবাধিকার দিবস আজ
- আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস।
- পাবনার বেড়ায় উন্মুক্তভাবে বিক্রি হচ্ছে কয়লা এতে পরিবেশের ক্ষতি হচ্ছে ব্যাপক হারে।
- চাঁপাইনবাবগঞ্জে ৫০লিটার তেলসহ ৪ জনকে আটক করে সদর থানা পুলিশ।
- নওগাঁয় অভ্যন্তরিন আমন ধান সংগ্রহ শুরু।
এটি রাজশাহী থেকে আত্রাই যাবার প্রধান সড়ক।
স্থানীয়দের অভিযোগ, সড়ক তৈরীর ৩ বছরের মধ্যেই হয়েছে এমন বেহাল অবস্থা।বিশেষ করে চেউখালি থেকে রামরামা জলপাইতলা যাবার পথ চলাচলের প্রায় অযোগ্য। এই বর্ষায় নতুন করে খানাখন্দ সৃষ্টি হলেও সড়কের এমন বেহাল দশা।এই রাস্তাটির কিছু স্থানে সংষ্কার হলেই রাস্তাটিতে বর্তমানে চলাচলের অযোগ্য।