
নৃশংসতা, পুকুরে গ্যাস বড়ি
আব্বাস আলী, ঝিনাইদহ
সময়:- ০৭:৪০ Pm
ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরে গ্যাস বড়ি দিয়ে মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা গ্রামের রফি বিশ্বাসের পুকুরে রাতের আধারে এ ঘটনা ঘটেছে। এতে ওই মাছ চাষী কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছেন।
ক্ষতিগ্রস্থ মাছ চাষী রফি বিশ্বাস জানান, ধারদেনার মাধ্যমে নিজেদের প্রায় দেড় বিঘা জলাকারের পুকুরে বানিজ্যিকভাবে মাছচাষ করেছিলাম। রেনু পোনা,খাদ্য ক্রয়সহ এ পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছি। আশা ছিল আর কিছুদিন পরে মাছ বিক্রির মাধ্যমে লক্ষাধিক টাকা আসবে। কিন্ত সোমবার ভোরে কে বা কারা গ্যাস বড়ি দিয়ে পুকুরের সমস্ত মাছ মেরে দিয়েছে। পুকুরে নেমে গ্যাস বড়ির বোতলও পাওয়া গেছে। কে এমন ক্ষতি করেছে তা আমি দেখিনি। ফলে কারও বিরুদ্ধে আমার অভিযোগও নেই । এখন কি করে ধারদেনা পরিশোধ করবো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
- মহানবীকে অবমাননায় সাপাহারে মানববন্ধন ও প্রতিবাদ সভা।
- ঝিনাইদহে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় শান্তিপূর্ণ প্রতিবাদ সভা ও মানববন্ধন।
- চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে খরচ বাড়ছে।
- আজ পরিচ্ছন্ন হলো “বাতেন খা মোড় থেকে কলেজ মোড়
- পাবনা বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবি।
গ্রামবাসী জানান, রফি উদ্দীন তাদের গ্রামের মধ্যে একজন পরিশ্রমী ও সৎ মানুষ। এমন সহজ সরল মানুষটির কেউ ক্ষতি করতে পারে এটা ভাবাও যায় না। পুকুরের মাছ দেখে এটা এক ধরনের নৃশংসতা মনে হয়েছে।