পাবনাঃ- পাবনার ভাঙ্গুড়ায় রেল ব্রীজে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের বাওনজান রেল ব্রীজ এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ জিআরপি পুলিশ জানায়, সকালে ওই ব্যক্তি বাওনজান রেল ব্রীজের পশ্চিম দিক থেকে পায়ে হেঁটে পূর্ব দিকে যাচ্ছিলেন।
এমন সময় ঈশ্বরদী থেকে ঢাকাগামী ৯৯ কম্পিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নিচে পানিতে পড়ে যায়। এতে তাঁর মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ডানপায়ের হাঁটুর নিচে কেটে পাদ্বিখন্ড হয়ে পড়ে।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মোঃ নাজমুল হক পরিদর্শন করেছেন। নিহতের পরনে চেক লুঙ্গি ও ফুলহাতা প্রিন্ট রংয়ের শার্ট রয়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ের জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম বলেন, ভাঙ্গুড়া থানার মাধ্যমে খবর পেয়ে বুধবার বিকালে ওই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।